নিজের বাইকে নম্বরপ্লেট নেয়ার সময় সঠিক তথ্যের অভাব ফিল করেছি। শেষ পর্যন্ত যে উপায়ে সফলভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করতে পেরেছি সেটা লিখে রাখছি, ফিউচার রেফারেন্সের জন্য অথবা অন্য কারো কাজে লেগেও যেতে পারে।
১. নম্বরের জন্য অপেক্ষাঃ
বাইক রেজিস্ট্রেশনের পরে নম্বরের জন্য অপেক্ষা করতে হয়, নম্বর পাওয়ার আগে বাইক রাস্তায় বের করা বৈধ না, মামলায় জড়াতে হবে। কাজেই নম্বর পাওয়া পর্যন্ত গ্যারেজে ঢেকে রাখাটাই শ্রেয়।
২. নম্বর প্লেট চেক
আপনার বাইকের জন্য নম্বরপ্লেট রেডি কিনা সেটা চেক করতে নিচের ফরমেটে এসএমএস করতে হবে।
NP NUMBER TNX_ID (last 6 digit of money recept tnx number)
Ex. NP 432444 847558
পাঠাতে হবে 26969 নম্বরে।
নম্বরপ্লেট রেডি হয়ে থাকলে ফিরতি মেসেজে কনফার্মেশন পাওয়া যাবে।
৩. নম্বর প্লেট লাগাতে অ্যাপয়েন্টমেন্ট
নম্বরপ্লেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে,
NP A DATE Ex. NP A 23
পাঠাতে হবে 26969 নম্বরে।
ফিরতি এসএমএস এ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আসলে ওইদিন গিয়ে নম্বরপ্লেট লাগিয়ে আনতে হবে। এখানে বলে রাখা দরকার, সঙ্গে করে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড, এবং মানি রিসিপ্ট নিয়ে যেতে হবে অবশ্যই।
৪. স্মার্ট কার্ড চেক
স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা চেক করতে এসএমএস করুন,
NP DRC
৫. স্মার্ট কার্ডের অ্যাপয়েন্টমেন্ট
অ্যাপয়েন্টমেন্ট নিতে
NP C DATE Ex. NP C 23